



#ইসলামপুর: ডেঙ্গুর হাত থেকে মানুষকে রক্ষা করতে ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে ইসলামপুরের বিভিন্ন নালা নর্দমায় গাপ্পি মাছ ছাড়া হয়। এই মাছ ডেঙ্গু মশার লার্ভা নিধনের কাজ করে। শুক্রবার পৌরসভার দুটি ওয়ার্ডে এই মাছ ছাড়া হয়। উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর থেকে মোট ৫১ হাজার মাছ দেওয়া হয়েছে বলে জানান ইসলামপুর পৌরসভার কর্মী সম্রাট দাস। তিনি জানান পৌরসভার সব কয়টি ওয়ার্ডেই এই মাছ ছাড়া হবে। উল্লেখ্য, ফিবছর মশার উপদ্রব নিয়ন্ত্রণে ওয়ার্ডগুলোতে গাপ্পি মাছ ছাড়া হচ্ছে।
