News Britant

যথাযথ মর্যাদায় রায়গঞ্জে শিক্ষক দিবস উদযাপন

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#দেবলীনা ব্যানার্জী, রায়গঞ্জ: অতিমারির আবহেও যথাযথ মর্যাদার সাথে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস ও মহান শিক্ষক দিবস পালন করল রায়গঞ্জ পুরসভা কর্তৃপক্ষ।বুধবার রায়গঞ্জের সুদর্শনপুর এলাকায় ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন এর মধ্য দিয়ে দিনটিকে পালন করা হয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরপিতা সন্দীপ বিশ্বাস,বরুন ব্যানার্জি, অভিজিৎ সাহা, চৈতালি ঘোষ সাহা সহ অন্যান্য কাউন্সিলরগণ ও সাধারণ মানুষ।

এদিন প্রয়াত শিক্ষক তথা রায়গঞ্জ পুরসভার প্রাক্তন উপ পুরপতি সুব্রত রায়ের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা জানানো হয় পুরসভার পক্ষ থেকে। শনিবার রায়গঞ্জ পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকায়  তাঁর মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন পুরপতি।অন্যদিকে শিক্ষক দিবস উপলক্ষে অনাথ আশ্রমের শিশুদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে। শনিবার রায়গঞ্জের কলেজ পাড়ায় অবস্থিত চ্যারিটেবল অনাথ আশ্রমের শিশুদের হাতে খাতা, পেন সহ অন্যান্য শিক্ষা সামগ্রী তুলে দেন সংগঠনের সদস্যরা।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের ব্লক সভাপতি সুব্রত সাহা, গৌতম তান্ত্রিয়া সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

 

News Britant
Author: News Britant

Leave a Comment