



#ইসলামপুর: দোকানের তালা ভেঙে নগদ টাকা সহ প্রায় পঞ্চাশ হাজার টাকা মূল্যের চুরির ঘটনা ঘটলো ইসলামপুর বাজারে। বাজারের সমীর পাল নামে এক ব্যবসায়ীর দোকানের তালা ভেঙে এই ঘটনা ঘটে। দোকানের মালিক সুবীর পাল বলেন, শনিবার রাতে বিদ্যুৎ বিভ্রাট এবং লাগাতার বৃষ্টির সময় ঘটনাটা ঘটেছে বলে মনে করছেন তিনি। দোকানের নগদ প্রায় দশ হাজার টাকা এবং আরো প্রায় চল্লিশ হাজার টাকার দামি পণ্যদ্রব্য চুরি যায় বলে জানান তিনি।
এমনকি দুষ্কৃতীরা তার পিতলের বিগ্রহটাও চুরি করে নিয়ে যায়। সংশ্লিষ্ট বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর রবিবার সকালে পুলিশ বিষয়টি নিয়ে তদন্তে আসেন। তবে রাতে বাজারে পুলিশি টহল থাকা সত্ত্বেও কেন এ ধরনের ঘটনা তা নিয়ে পুলিশের ভূমিকায় আঙুল তুলেছেন এলাকার ব্যবসায়ীরাই। তারা সংশ্লিষ্ট বিষয়ে নিরাপত্তার দাবি তুলেছেন।
