



#নিউজ বৃত্তান্ত: আজই গ্রেফতার হতে পারেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। জল্পনায় সিলমোহর দিলেন রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে নিজেই। এক বিবৃতিতে সতীশ মানশিন্ডে জানিয়েছেন, “রিয়া চক্রবর্তী গ্রেফতারের জন্য প্রস্তুত, কারণ এখন এখানে ডাইনির খোঁজ চলছে।যদি কাউকে ভালবাসা অপরাধ হয়, তাহলে সেই অপরাধের খেসারত তাঁকে দিতে হবে।” তিনি আরও বলেন, “রিয়া নিরপরাধ, তাই ইডি,সিবিআই,এনসিবির মতো তিনটি কেন্দ্রীয় সংস্থা একযোগে তদন্ত করলে, এখনও পর্যন্ত কোনও আদালতের দ্বারস্থ হয়নি। এমনকি কোনও আগাম জামিনের আবেদন জানায়নি।”
প্রসঙ্গত সুশান্তের মৃত্যু মামলার তদন্তে নেমে মাদক যোগের হদিশ পেয়ে শুক্রবার রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক চক্রবর্তী এবং সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে শুক্রবার গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ৯ সেপ্টেম্বর পর্যন্ত এনসিবির হেফাজতে পাঠানো হয়েছে তাঁদের। গতকাল রাতে গ্রেফতার হন সুশান্তের পরিচালক দীপেশও। রিয়ার ভাই শৌভিককে জেরার সময় সে স্বীকার করে নেয় তার অপরাধের কথা। পাশাপাশি জানিয়েছে, দিদি রিয়া চক্রবর্তীর কথাতেই সে এ সব কাজ করত। আজ রবিবার এনসিবির ম্যারাথন জেরার মুখে রিয়া চক্রবর্তী। সকালেই রিয়ার বাড়িতে সমন পৌঁছে দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। রিয়া চক্রবর্তীর বাড়ি থেকে বেশ কিছু উল্লেখযোগ্য তথ্য মিলেছে। যার ওপর ভর করেই রিয়া চক্রবর্তী হতে পারেন আটক! এমনকি তাঁকে গ্রেফতারির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

1 thought on “‘গ্রেফতারির জন্য প্রস্তুত রিয়া’, বিস্ফোরক মন্তব্য আইনজীবী সতীশ মানেশিন্ডের”
This news britanta are soo good . Kepitup…..