



#কলকাতা: করোনা বিধি না মানায় সরাসরি FIR করল নির্বাচন কমিশন। পাশাপাশি বিধি ভঙ্গের জন্য কারন দর্শানোর নোটিশ করা হল। কমিশনের তরফে জানানো হয়েছে, করোনাবিধি না মানায় বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে ১৩টি FIR দায়ের করেছে তারা। ৩৩টি শো-কজ নোটিশ জারি করা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধেও দায়ের হতে পারে মামলা।
জানা গিয়েছে, শুক্রবার দিল্লিতে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আধিকারিকদের বৈঠকে পরই এই পদক্ষেপ নিয়েছে কমিশন। হাইকোর্টের মন্তব্যের পর বৃহস্পতিবার রাতেই ভোটপ্রচারে লাগাম পরিয়েছে কমিশন। ৫০০ জনের বেশি জমায়েত করে সভা নিষিদ্ধ হয়েছে। নিষিদ্ধ হয়েছে যাবতীয় মিছিল ও রোড শো। ইতিমধ্যে রাজ্য সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ভার্চুয়াল সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার মধ্যেও বন্ধ নেই ভোটপ্রচার। শুক্রবার পশ্চিম বর্ধমানের কুলটিতে সভা করেন শুভেন্দু অধিকারী। সেখানে ছিল না দূরত্ববিধির কোনও বালাই। দক্ষিণ দিনাজপুরে সভা করেন দিলীপ ঘোষ। সেখানেও উপচে পড়ে ভিড়। ইতিমধ্যেই, সপ্তম ও অষ্টম দফার নির্বাচন একসঙ্গে করার সম্ভাবনা খারিজ করে দিয়েছে ফুল বেঞ্চ।
বুথ দখলের ঘটনা না ঘটলেও ভোটের দিন এত গন্ডগোল কেন হচ্ছে, বৈঠকে তা জানতে চান মুখ্য নির্বাচন কমিশনার। বোমা, গুলি চালানোর একাধিক ঘটনা নিয়ে প্রশ্ন তোলেন। সপ্তম ও অষ্টম দফার নির্বাচনে উত্তর ও দক্ষিণ কলকাতায় ভোট রয়েছে। তার আগে বাড়তি নজর দিচ্ছে কমিশন। ভোটের আগে আগাম গ্রেফতারির নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধার করতে হবে অস্ত্র ও বোমা।
