



#মালবাজার: করোনার আবহে সেইভাবে জমায়েত করে কোনো অনুষ্ঠান হচ্ছে না। তাই অন্যান্য উৎসব বা অনুষ্ঠানের মতো শিক্ষক দিবসও পালন করা হলো না এবছর। জমায়েত বা অনুষ্ঠান না হলে কি শিক্ষক দিবসে শিক্ষকদের আশীর্বাদ নেওয়া হবে না সেটা কি হয়। তাই শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে উপহার দিয়ে শিক্ষকদের কাছ থেকে আশীর্বাদ নেওয়া হলো। এই উদ্যোগ নিয়েছে মেটেলি ব্লকের উত্তর ধুপঝোরার ডুয়ার্স গ্রীন ওয়েলফেয়ার অর্গানাইজেসনের যুবকেরা।
রবিবার শিক্ষক দিবস উপলক্ষে এলাকার বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা সহ সাংবাদিক কে তার বাড়ি গিয়ে উপহার দেওয়া হয়। শিক্ষক শিক্ষিকাদের পায়ে প্রণাম করে আশীর্বাদও নেন যুবকেরা। সংস্থার তরফে সাহের আলী বলেন, প্রতিবছর শিক্ষক দিবসের দিনে আমরা শিক্ষক শিক্ষিকাদের উপহার দিয়ে তাদের কাছ থেকে আশীর্বাদ নেই। কিন্তু এবছর করোনার জন্য কোনো অনুষ্ঠান করা হয়নি। তাই এলাকার বিশিষ্ট শিক্ষক, শিক্ষিকাদের বাড়ি বাড়ি উপহার তুলে দিয়ে আশীর্বাদ নেওয়া হয়। শিক্ষকদের পাশাপাশি এলাকার সাংবাদিককেও সম্বর্ধনা দেওয়া হয়। সাংবাদিকরাও তাদের কাজের মাধ্যমে সমাজের উন্নয়ন করে। তাই তাদের সন্মান জানানো আমাদের কর্তব্য।
