



#মালবাজার: ডুয়ার্সের মাল পৌর এলাকা সহ আশেপাশের এলাকায় প্রতিদিন সংক্রমনের সংখ্যা বাড়লেও সুস্থতার হার যথেষ্টই ভালো। এতেই খানিক স্বস্তি দেখা দিয়েছে মানুষের মনে। শনিবার রাতের খবর অনুযায়ী দেখা গেছে মাল পৌর এলাকায় নতুন করে ৩ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। এদের মধ্যে ২ জন আদপে শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হলেও বর্তমানে ১০ নম্বর ওয়ার্ডে থাকেন। অন্যজন ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মাল পৌর সভার স্বাস্থ্য বিভাগের কোওর্ডিনেটর সুপ্রতিম দাস জানান, এনিয়ে মাল পৌর এলাকায় সংক্রমিতের সংখ্যা ২১১ জন।
এরমধ্যে সুস্থ হয়েছে ১৭৭ জন। এক্টিভ কেস রয়েছে ৩০ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। সুস্থতার হার ৮৩ শতাংশ। এদিন মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রোগীদের র্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে করোনা পরীক্ষা করা হয়। দুপুর পর্যন্ত জানাগেছে, ২ জনের সংক্রমণ ধরা পড়েছে। রবিবার নাগরাকাটা ব্লকে নতুন করে ৬ জনের সংক্রমণ ধরা পড়েছে বলে জানাগেছে। সংক্রমণ বাড়লেও রবিবার ডুয়ার্সের হাটবাজার স্বাভাবিক ছিল তবে হাট গুলিতে জন সমাগম কম ছিল।
