



#ইসলামপুর: ডি ওয়াই এফ আই এর চোপড়া উত্তর লোকাল কমিটির উদ্যোগে হাপতিয়াগছ বাজারে রক্তদান শিবির সফলভাবে সম্পন্ন হলো রবিবার। করোনা আবহে ব্লাড ব্যাঙ্কগুলি রক্ত সংকটে ভুগছে। এই পরিস্থিতি সামাল দিতে এই রক্তদান শিবির। ওই শিবিরে ১ জন মহিলা সহ ৪৪জন রক্তদান করেন। উদ্বোধন করেন দিবি এফ আই এর জেলা সভাপতি গৌতম বর্মন। এছারাও উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য সামি খান, জেলা নেতৃত্ব বিদ্যুত তরফদার, তাপস দাস, পার্থ ভৌমিক।
রাজ্যের প্রাক্তন মন্ত্রী আনোয়ারুল হক এই শিবিরে উপস্থিত ছিলেন এবং আয়োজকদের সাধুবাদ জানান। গৌতম বর্মন বলেন তাদের এই যুব সংগঠন রক্তদানকে আন্দোলনের পর্যায়ে নিয়ে গেছে। করোনা পরিস্থিতিতে রক্তের সংকট কাটাতেই এই উদ্যোগ। গতকাল হাওড়ার বাঁকরায় একটি রক্তদান শিবিরে তৃণমূল আশ্রিত দুস্কৃতীদের আক্রমণকে ধিক্কার জানান তিনি।
