



#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ আগামী পাঁচ দিন (২৮ শে এপ্রিল থেকে ২রা মে, ২০২১) উত্তর বঙ্গের কোথায়, কবে বৃষ্টি হতে পারে, জেনে নিন একনজরে। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি আবহবিদ সৌমেন মন্ডল জানান, আগামী ২৮শে এপ্রিল থেকে ২ রা মে পর্যন্ত, আকাশ মুলত পরিস্কার থেকে মেঘলা থাকার সম্ভাবনা আছে। আগামী ৩০ এপ্রিল থেকে ২ মে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে কোচবিহার ও আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে।
উত্তর দিনাজপুরে আগামী ৩০ এপ্রিল বিক্ষিপ্ত ভাবে খুব হালকা বৃষ্টি, ১ মে হালকা বৃষ্টি, এবং ২ মে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। সাথে বাতাসের গতিবেগ বেশী থাকবে। বিশ্ববিদ্যালয়ের গ্রামীন কৃষি মৌসম সেবা কেন্দ্র থেকে পাঠানো বার্তায় আরও বলা হয়েছে যে, এই পাঁচ দিনের বাতাসের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে, কোচবিহারে ৩৩-৩৫ ডিগ্রি সেন্টিগ্রেড, আলিপুরদুয়ারে ৩৩-৩৫ ডিগ্রি সেন্টিগ্রেড, উত্তর দিনাজপুরে ৩৭-৩৯ ডিগ্রি সেন্টিগ্রেড, জলপাইগুড়িতে ৩২-৩৬ ডিগ্রি সেন্টিগ্রেড।
সর্বনিম্ন তাপমাত্রা থাকবে কোচবিহারে ২২-২৪ ডিগ্রি সেন্টিগ্রেড, আলিপুরদুয়ারে ২২-২৪ ডিগ্রি সেন্টিগ্রেড এবং উত্তর দিনাজপুরে ২২-২৩ ডিগ্রি সেন্টিগ্রেড, জলপাইগুড়িতে ২৩-২৪ ডিগ্রি সেন্টিগ্রেড। এই পাঁচ দিনের সকালের দিকের বাতাসের আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে, কোচবিহারে ৩৯-৮৬%, জলপাইগুড়িতে ২৮-৭৭% এবং উত্তর দিনাজপুরে ৩১-৮২%, জলপাইগুড়িতে ৩২-৭৯% থাকতে পারে।
এই পাঁচ দিন বিকেলের দিকে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা থাকবে কোচবিহারে ২১-৫৪%, জলপাইগুড়িতে ১৪-৮৮%, উত্তর দিনাজপুরে ১২-৪৭%, আলিপুরদুয়ারে ১৮-৪৩%। এই পাঁচ দিন বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় কোচবিহারে ১২-২২ কিমি, জলপাইগুড়িতে ১০-১৩ কিমি এবং উত্তর দিনাজপুরে ১০-২৩ কিমি এবং আলিপুরদুয়ারে ১০-১৩ কিমি।
চাষিভাইদের জন্য পূর্বাভাস দিতে গিয়ে বলা হয়েছে যে, বোরো ধান,ভুট্টা, তামাক,মুগডাল, পাট,চা, টমেটো, আম, লিচু, বেগুন চাষি এবং গবাদি পশু, ছাগল ও মাছ প্রতিপালনকারীদের কৃষি দপ্তরের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে।
