News Britant

খাদ্য দপ্তরের দরজা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজারঃ খাদ্য দপ্তরের দরজা ভেঙে অফিসের ভেতর থেকে চুরি হয়ে গেল খান দশেক চেয়ার ও অন্যান্য সামগ্রী। ঘটনাটি ঘটেছে মালবাজার শহরের ৬ নম্বর ওয়ার্ডের বিডিও অফিস চত্তরে। ঘটনার তদন্তে নেমেছে মাল থানার পুলিশ। মালবাজার শহরের ৬ নম্বর ওয়ার্ডে থাকা বিডিও অফিস রয়েছে বেশ কয়েকটি সরকারি দপ্তর। রয়েছে খাদ্য সরবরাহ দপ্তরের অফিস। মঙ্গলবার সকালে খাদ্য দপ্তরের ইনেস্পেক্টর প্রানেশ বিশ্বাস দপ্তরে এসে দেখেন দরজা ভাঙ্গা। কাগজপত্র সব এলোমেলো। দ্রুত তিনি পুলিশে খবর দেন।

প্রানেশ বাবু জানান, আপাতত প্রাথমিক ভাবে দেখা গেছে ১০টা চেয়ার চুরি গেছে। কাগজপত্র সব এলোমেলো করেছে। একটা আলমারির লক ভেঙেছে। আমি থানায় অভিযোগ জানাব। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিডিও বিমান চন্দ্র দাস। তিনি বলেন,খাদ্য দপ্তরের অফিসে একটা চুরির ঘটনা ঘটেছে। এই অফিস এলাকার কয়েক জায়গায় সীমানা প্রাচীর ভাঙা আছে। আমরা সেও প্রাচীর পুনঃ নির্মাণ করে সিসি ক্যামেরা বসাব। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তদন্ত শুরু করেছে।

 

News Britant
Author: News Britant

Leave a Comment