



#কলকাতাঃ কলকাতা পুলিশকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠর তকমা দিলেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। মঙ্গলবার কলকাতার গড়িয়াহাট থানায় তিনি বলেন, আমি মনে করি কলকাতা পুলিশ সবসময় ভালো কাজ করে। কলকাতা পুলিশের তদন্ত করার দক্ষতা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। কলকাতায় ছোটখাটো অপ্রতিকর ঘটনা ঘটলে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। যা একেবারেই কাম্য নয় বলে জানান রাজ্যের পঞ্চায়েতন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।
কলকাতা পুলিশের পাশে দাঁড়িয়ে সুব্রত মুখোপাধ্যায় বলেন আমেরিকায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। খোদ আমেরিকাতেই শহরে অনেক অপ্রতিকর ঘটনা ঘটে। তাই কলকাতা শহরে কোন ঘটনা ঘটলে তা দুঃখের। কিন্তু কলকাতা পুলিশ সাথে সাথে ব্যাবস্থা নেয়। অপরাধীরা গ্রেফতার হয়।
কোভিড অবস্থায় কলকাতা পুলিশ প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করছে। সেইজন্য পুলিশ দিবসে পুলিশকে নাগরিকদের শ্রদ্ধা জানান উচিত বলে জানান রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। প্রসঙ্গত, আজ সকালে গড়িয়াহাট থানায় যান তিনি। ফুল দিয়ে থানার পুলিশ কর্মীদের শ্রদ্ধা জানান সুব্রত মুখোপাধ্যায়।
