News Britant

কেন্দ্রীয় জনবিরোধী নীতির প্রতিবাদে সরব হয়ে মিছিলে সরব তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থক ও নেতৃত্বরা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: কেন্দ্রীয় জনবিরোধী নীতির বিরুদ্ধে সরব হয়ে পায়ে পায়ে মিছিলে শামিল হল চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দীর্ঘ এক কিলোমিটারের এই মিছিলে শামিল হন বুথ স্তর থেকে শুরু করে ছাত্র-যুব এবং মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থক ও নেতৃত্বরা।

স্থানীয় তৃণমূল নেতৃত্ব তথা চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজাহার উদ্দিন জানান, কেন্দ্রীয় সরকার তাদের বৈষম্যমূলক নীতির মাধ্যমে যেভাবে সাধারণ মানুষকে বঞ্চনা করছেন তা কখনই মেনে নেওয়া যায় না। এরই প্রতিবাদে সামিল হয়েছে গোটা রাজ্যের মানুষ। তাই তারা এদিন বিক্ষোভ প্রতিবাদে শামিল হয়ে এলাকাজুড়ে মিছিলে অংশ নেন ।এদিন হাজারো মানুষ সামিল হন তাদের এই কর্মসূচিতে।

 

News Britant
Author: News Britant

Leave a Comment