



#ইসলামপুর: চোপড়ার ঘিরনিগাও গ্রাম পঞ্চায়েতের ধনির হাট এলাকায় যুব শক্তির সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার। এদিন বিধায়ক হামিদুল রহমানের উপস্থিতিতে যুবশক্তি কর্মী ছাত্র পরিষদ কর্মী এবং স্থানীয় তৃণমূল কর্মীদের নিয়ে যুবশক্তি সভা অনুষ্ঠিত হয়। বিধায়ক হামিদুল রহমান জানান, যুব শক্তিরাই আগামী বিধান সভায় নেতৃত্ব দিয়ে তৃনমূলকে জয়ী করবে। তাই যুব শক্তিকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন তিনি। এদিনের সভায় উপস্থিত ছিলেন তৃণমূল ব্লক সভাপতি প্রীতি রঞ্জন ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি আজাহার উদ্দিন, যুব তৃণমূল সভাপতি জাকির আবেদীন এবং যুবশক্তির অঞ্চল কোঅর্ডিনেটর মুক্তার আলম প্রমুখ।
