



দেবলীনা ব্যানার্জী: বিনোদন জগতে যেন মৃত্যু মিছিল চলছে। একের পর এক খারাপ খবর পরপর এসেই যাচ্ছে। বছর চুয়াল্লিশের জনপ্রিয় টেলি অভিনেতা সমীর শর্মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন। বুধবার রাতে সমীর শর্মার মালাডের ফ্ল্যাট থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। তবে মৃতদেহের অবস্থা দেখে পুলিসের অনুমান দুদিন আগেই আত্মহত্যা করেছেন ওই অভিনেতা। টেলি অভিনতার মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে মালাড পুলিস। তবে তাঁর মৃতদেহের পাশ থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার করা যায়নি বলে পুলিসের তরফে জানা যাচ্ছে।
সূত্রের খবর পূর্ব মালাডের ওই বাড়ির রান্নাঘরের সিলিং থেকেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সমীর শর্মা। এই বছরেরই ফেব্রুয়ারি মাসে মালাডের ফ্ল্যাটটা ভাড়া নেন সমীর। বুধবার রাতে অ্যাপার্টমেন্টে পাহারা দেওয়ার সময় নিরাপত্তা রক্ষীই প্রথম সমীরের মৃতদেহ ঝুলতে দেখেন সিলিং থেকে। এরপরই থানায় খবর দেওয়া হয়।আদতে পুনের বাসিন্দা সমীর সম্প্রতি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন।
তবে চিকিৎসার পর বর্তমানে সুস্থ হয়েই শুটিং শুরু করেন। অভিনয়ের পাশাপাশি কবিতাও লিখতেন।’ইয়ে রিসতা হ্যায় পেয়ার কে’, ‘জ্যোতি’, ‘কাহানি ঘর ঘর কি’, ‘লেফ্ট রাইট লেফ্ট’, ‘ইস পেয়ার কো ম্যায় কেয়া নাম দু’, ‘ কিউকি সাঁস ভি কভি বহু থি’ সহ একাধিক জনপ্রিয় মেগায় অভিনয় করেছেন তিনি। এখনো পর্যন্ত কি কারণে সমীর আত্মহত্যা করলেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।
