



#মালবাজার: মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ও জনবিরোধী নীতির প্রতিবাদে নাগরাকাটা ও চালসায় পথসভা ও মিছিল করল রাজ্যের ক্ষমতাশীল দল তৃণমূল কংগ্রেস। এদিন দুপুরে নাগরাকাটা ব্লকের নন্দু মোরে পথসভা করে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে সমালোচনায় মুখর হন দলের নেতৃত্ব। এদিন পথসভায় উপস্থিত ছিলেন নাগরাকাটার বিধায়ক শুক্রা মুন্ডা, ব্লক সভাপতি মনোজ মুন্ডা, সাধারণ সম্পাদক প্রকাশ নার্জিনারি, অঞ্চল সভাপতি লতিফুল ইসলাম প্রমুখ।
পরে বিধায়ক শ্রী মুন্ডা বলেন, কেন্দ্রীয় সরকার দিনের পর দিন বঞ্চনা করে চলেছে। একের পর এক জনবিরোধী নীতির জন্য দেশে বেকার বাড়ছে। মানুষ তীব্র আর্থিক কষ্টে ভুগছে। আমরা এর প্রতিবাদে রাস্তায় নেমেছি। আজ এখানে পথসভা করলাম। পরবর্তীতে রাস্তায় নেমে আন্দোলন চালিয়ে যাব।
এদিন বিকাল ৩টা নাগাদ মেটেলি ব্লকের চালসায় কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে বিশাল মিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়ে। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কৃস্নকুমার কল্যানী, ব্লক সভাপতি আশীষ কুন্ডু সহ প্রমুখ নেতৃত্ব। এখানেও কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণহীন বাজার নীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, ভ্রান্ত অর্থনীতি এসবের বিরুদ্ধে সবাই সোচ্চার হয়। কিভাবে দেশের বেকার বাড়ছে, মানুষ চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে চলছে তার বর্ননা করেন নেতারা।
