





দীর্ঘ দিন ধরেই বৃষ্টি হলেই রোমতি খোলার জল এই ৩১ নাম্বার জাতীয় সড়ক দিয়ে বইতে থাকে। প্রশাসন কোন ব্যাবস্থা না নেওয়ায় এই ভাবে ভেঙ্গে গেলো জাতীয় সড়কের একাংশ। যদিও যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছে।
প্রসংগত উল্লেখ্য,দেখা গেছে বর্ষার সময় এই রোমতি ঝোড়া দিয়ে গত কয়েক বছর ধরে প্রবল স্রোত বইতে শুরু করেছে।
মাঝেমধ্যে জাতীয় সড়কের উপর দিয়েই জল বয়ে যায়। তাই স্থানীয় বাসিন্দারা আশংকা করেছিল যদি ব্যবস্থা না নেওয়া হয় তবে যেকোনো সময় জাতীয় সড়ক ভেঙে যেতে পারে। মঙ্গলবারের প্রবল বর্ষনে সেটাই হয়েছে।










