



#ইসলামপুরঃ ইসলামপুর পুলিশ জেলার চারটি ফাঁড়িকে থানায় উন্নীত করার পাশাপাশি ডালখোলাকে পুলিশ মহাকুমা হিসেবে গড়ে তোলার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠালো ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মাক্কার। তিনি বলেন ,অপরাধ নিয়ন্ত্রণে আনতে ইসলামপুর পুলিশ জেলার অন্তর্গত চারটি থানার চারটি ফাঁড়িকে থানা হিসেবে গড়ে তোলার প্রস্তাব পাঠানো হয়েছে।
ওই তালিকায় রয়েছে চোপড়া থানার দাসপাড়া, ইসলামপুর থানার রামগঞ্জ, গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া এবং চাকুলিয়া থানার কানকি। এছাড়াও ডালখোলা থানাকে পুলিশ মহকুমা হিসেবে ঘোষণা করার প্রস্তাব পাঠানো হয়েছে। যেখানে একজন এসডিপিও বা ডিএসপি কেউ থাকবেন এবং এসডিপিও থাকলে যে ধরনের পরিকাঠামো গড়ে তোলা হয় সেই ধরনের পরিকাঠামোর কথাই বলা হয়েছে সেখানে।
কারণ কোনও সমস্যা হলে ডালখোলা পৌঁছতে এক ঘণ্টারও বেশি সময় লাগে দূরত্বের জন্য। তাই সেটিকে পুলিশ মহাকুমা করবার এ প্রস্তাব পাঠানো হয় বলে তিনি জানান।
