



দিল্লি: “করোনা যোদ্ধাদের কাছে গোটা জাতি ঋণী।” ৭৪তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে এই ভাষাতেই তিনি বক্তব্য শুরু করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি আরও বলেন, “এবছর স্বাধীনতা দিবস উদযাপন করোনা সংক্রমণের জন্য নিয়ন্ত্রিত করা হয়েছে। এই মহামারী সব কাজ বিঘ্নিত করেছে এবং অনেক প্রাণ কেড়েছে। সরকারি তরফে এই মহামারী নিয়ন্ত্রণে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা প্রশংসনীয়। সেই উদ্যোগ সফল হওয়াতে আমরা অনেক মানুষের প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছি। এবং অতিমারীর সংক্রমণ নিয়ন্ত্রণে রেখেছি। যা গোটা বিশ্বের কাছে নিদর্শন।”
করোনা যোদ্ধাদের বার্তা দিতে গিয়ে তিনি বলেছেন, “করোনা যোদ্ধারা নিজেদের সামর্থ্যের বাইরে বেরিয়ে কাজ করেছেন এবং জরুরি পরিষেবা চালু রাখতে সাহায্য করেছেন।”
#Corona Warriors #Amid Covid-19
