News Britant

বিজেপির মত মেরুকরণের রাজনীতি করেনা তৃণমূলঃ পার্থ চট্টোপাধ্যায়

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#কলকাতাঃ আমরা মেরুকরণের রাজনীতি করিনা আমরা মানুষী করণের রাজনীতি করি। যারা রাজনীতি করার রাজনীতি করছেন তাদের কে ২১ এর পরীক্ষায় পাশ হতে হবে তার পরেই তারা প্রথম আসবে কি লাস্ট আসবে সেটা রাজ্যের মানুষ বিচার করবেন। বিজেপির সভাপতি জে পি নাড্ডা র আক্রমণের এই ভাবেই পাল্টা জবাব দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। আজ নাকতালা বাস ভবনে সংবাদিক সম্মেলনে বিজেপি সমস্ত অভিযোগের উত্তর দিলেন তিনি। লকডাউন নিয়ে রাজনীতি করার বিষয়ের পাশাপাশি তাদের লকডাউন নিয়ে বিজেপি র চাপে প্রত্তাহার করার বিষয় তিনি বলেন আমরা ছাত্র ছাত্রীদের ও রাজ্যের মানুষের স্বাস্থ্যকে মাথা রেখেই মুখ্যমন্ত্রী ১২ সেপ্টেম্বর টুইট করে লকডাউন প্রত্যাহার করার ঘোষণা করেছেন। তারা কি করেছেন যখন সবুজ সাথী বিশ্ব সেরা হয়েছে তারা কী করেছেন বাংলার জন্য। এছাড়া বিশ্বভারতী নিয়ে বিজেপির মাফিয়া রাজ কায়াম করার অভিযোগে পার্থ চট্টোপাধ্যায় পাল্টা তোপ, কারা মাফিয়া রাজ কায়াম করতে চাইছেন মানুষ ভালো করে বুঝেছে। যারা রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলছেন বাংলা নিয়ে কথা বলছেন তারা বলুক বাংলা ভাষাকে কেনো বঞ্চিত করা হয়েছে দ্রৌপদী ভাষার শ্রেণী থেকে। তখন তারা বাংলা ভাষা আর বাংলার সংস্কৃতির কথা ভাবেনি।

News Britant
Author: News Britant

Leave a Comment