



#মালবাজারঃ সেভকের কাছে তিস্তার খাদে পড়ে গেল এক ছোট গাড়ি। পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল ৩-৪৫ মিনিটে ডব্লু বি ৭৪ইউ৬৩৯৭ নম্বরের একটি অল্টো গাড়ী সেভকের কাছে গনেশ ঝোরায় দুর্ঘটনাগ্রস্ত হয়। কালিম্পং জেলার মংপং পুলিশ আউটপোষ্টের অধীন এই এলাকায় গাড়ীটি ১০০ ফুট নীচে পড়ে যায়।গাড়ীতে চালক ছাড়া,এক মহিলা ছিলেন।চালক দ্রুত গাড়ী থেকে লাফ দেন, কিন্তু আরোহী অন্য মহিলা গাড়ী সমেত নীচে পড়ে যান।ওই সময় আরোহী মহিলা ছিটকে পাথরের উপর পড়েন।কিন্তু গাড়ীটি তিস্তার জলে ভেসে যায়।
খবর পেয়ে মংপং থানার দায়িত্বে থাকা এ এস আই ক্ষীরোদ দে,কনেষ্টবল কানু সাংমা, কনেষ্টবল সুবোধ রায়,কনেষ্টবল অনিমেষ রায় দ্রুত ঘটনাস্থলে যান ও আহত চালক ও আরোহী অন্য মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।আহতদের পরিবারকে সংবাদ দেওয়া হয়েছে।গাড়ীটি শিলিগুড়ি থেকে ময়নাগুড়ি অভিমুখে যাচ্ছিল বলে জানাগেছে।
