News Britant

চ্যাম্পিয়ন লিগের কোয়াটারে লজ্জার হার মেসিদের,জ্বলে উঠলো বায়ার্ন

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

নিউজ বৃত্তান্তঃ এক,দুই করে আট খানা গোল হজম করে মাত্র দুই গোল করেই থেমে যেতে হল বার্সেলনাদের।চ্যাম্পিয়ন লিগের কোয়াটারে লজ্জাজনক হার মেসিদের।খেলার ফলাফল বায়ার্ন মিউনিখ-৮ এবং বার্সেলনা-২।
বায়ার্নের অ্যাটাকের সামনে বার্সেলনার ডিফেন্স যেন একপ্রকার দিশেহারা।বায়ার্নের একের পর এক বল জড়াতে থাকে জালে। মেসি ম্যাজিক কার্যত চোখে না পড়ার মত।আক্রমণ এতটাই শক্তিশালী ছিলো যে কাঁধ নেমে গিয়েছিলো বার্সেলনাদের।আগের ম্যাচে চেলসির বিরুদ্ধে যেভাবে আঘাত নামিয়ে এনেছিলো বায়ার্ন তারচেয়ে আরও বেশি এদিন ভয়ানক হয়ে উঠেছিলো বার্সেনলাদের বিরুদ্ধে।

News Britant
Author: News Britant

Leave a Comment