



#কলকাতাঃ কলকাতা থেকে হুমকির ফোন গেল শিবসেনা এমপির কাছে। গত বেশ কয়েকদিন ধরে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত সঙ্গে শিবসেনা বাকবিতণ্ডা চলছে। সেই কারণে রেগে গিয়ে শিবসেনা নেতা সঞ্জয় রাউতকে হুমকি দিলেন কঙ্গনার ফ্যান, নাম পলাশ বসু। পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে চার পাঁচ দিন আগে পলাশ হুমকি দেন শিবসেনার ওই এমপিকে। তিনদিন আগে মুম্বাই পুলিশের একটি টিম কলকাতায় এসে গিয়েছিলো অ্যারেস্ট করার জন্য। গতকাল রাত্রে টালিগঞ্জ থানা এলাকা থেকে পলাশকে অ্যারেস্ট করে মুম্বাই পুলিশ। আজ আলিপুর আদালতে তোলা হলে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হবে মুম্বাইতে।
