News Britant

মাসের দ্বিতীয় সপ্তাহিক লকডাউনের দিনে পৌর এলাকায় সংক্রমিত ৮

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহিক লকডাউনের দিনে মাল পৌর এলাকায় নতুন করে ৮ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ল। এদিন নিয়ে মাল পৌর এলাকায় মোট সংক্রমিতের সংখ্যা দাড়ালো ২৩৯ জন। এদিন মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ৫১ জনের র‍্যাপিড এন্টিজেন টেস্ট হয়। তারমধ্যে ৭ জনের পজিটিভ ধরা পড়ে। ১ জনের ভিআরডিএলে পাঠানো রিপোর্টে পজিটিভ আসে।

মাল পৌরসভার স্বাস্থ্য বিভাগের কোওর্ডিনেটর সুপ্রিম দাস জানান, এদিন ৮ জনের পজিটিভ এসেছে। এরা শহরের ৯, ১১, ১২, ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এরমধ্যে ৭ জনের এন্টিজেন টেস্ট ও ১ জনের ভিআরডিএলের রিপোর্ট পজিটিভ। এদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এনিয়ে শহরে মোট সংক্রামিত ২৩৯ জন। সুস্থ হয়ে ফিরেছে ১৮৮ জন।

 

News Britant
Author: News Britant

Leave a Comment