



#রায়গঞ্জঃ রায়গঞ্জ ব্লকের চাপদুয়ার এলাকা থেকে শরীরে বিদ্যুতের তার জড়ানো অবস্থায় পোলট্রি মুরগির ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পুলিশ জানিয়েছে মৃত ব্যবসায়ীর নাম সাদ্দাম হোসেন। গত রাত্র সে আচমকাই বাড়ি থেকে বেরিয়ে যায় আজ সকালে তার মৃতদেহ বাড়ি থেকে চার কিলোমিটার দূরে একটি ঘর থেকে উদ্ধার হয়। সাদ্দামকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। রায়গঞ্জ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর পাশপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।
