News Britant

পুলিশ হেফাজতে মৃত বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনার তদন্তে সিআইডি

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#রায়গঞ্জঃ পুলিশি হেফাজতে মৃত্যু বিজেপি কর্মী অনুপ রায়ের মৃত্যুর তদন্তভার দেওয়া হল সিআইডিকে। আজ শুক্রবার সংবাদিকদের মুখোমুখি হয়ে  এ কথা জানান রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার যশপ্রীত সিং। তিনি জানান, অনুপ রায়ের মৃত্যুর তদন্ত ভার সিআইডিকে দেওয়া হয়েছে এছাড়া ঘটনার যাবতীয় নথি সিআইডির হাতেও তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে ছেলের মৃত্যুতে সিআইডি নয় সিবিআই তদন্তের দাবিতে অনড় অনুপ রায়ের মা গীতা রায়। গীতা দেবী জানান, তার ছেলের মৃত্যুর তদন্ত ভার সিআইডি নয় সিবিআইকে করতে হবে।

ইটাহারের বাসিন্দা অনুপ রায়ের রায়গঞ্জ থানার পুলিশি হেফাজতে মৃত্যুতে তোলপাড় হয়ে ওঠে জেলা থেকে রাজ্য। থানা ঘেরাও অভিযানও করা হয় বিজেপির পক্ষ থেকে। রায়গঞ্জ থানার পাঁচ পুলিশ কর্মীর বিরুদ্ধে ইটাহার থানায় অভিযোগ করেন মৃত অনুপ রায়ের মা গীতাদেবী। অবশেষে মৃত্যুর তদন্তভার তুলে দেওয়া হল সিআইডির হাতে।

 

News Britant
Author: News Britant

Leave a Comment