



#ইসলামপুর: রাজ্যের অন্যান্য জায়গার মতন ইসলামপুরেও সঠিকভাবে লকডাউন ও সমস্ত সরকারি বিধি নিষেধ পালন করা হোক। এই দাবি নিয়ে বিজেপির ইসলামপুর টাউন মন্ডল কমিটি থেকে ইসলামপুর থানার আইসি ও ট্রাফিক ওসিকে ডেপুটেশন দেওয়া হয়। বিজেপি জেলা সহ-সভাপতি সূরজিৎ সেন অভিযোগ করে বলেন, ইসলামপুরে একশ্রেণীর মানুষ লকডাউন মানছেন না।তারা না পড়ছেন মাস্ক, না পালন করছেন সোশ্যাল ডিসটেন্স ও অন্যান্য সরকারী বিধি নিষেধ।
এমনকি একশ্রেণীর ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বাড়িতে রয়েছেন ও একশ্রেণীর ব্যবসায়ীরা অবাধে দোকানপাট খোলা রেখে ব্যবসা করে যাচ্ছেন। তিনি আরো অভিযোগ করেন, কোভিড কি কিছু লোকের জন্য আছে আর কিছু লোকের জন্য নেই? এটা তো হতে পারে না। এই দ্বিচারিতা কেন করা হচ্ছে বলেও প্রশ্ন তোলেন তিনি। বিধি নিষেধ চলাকালীন ইসলামপুরে টোটো থেকে শুরু করে বিভিন্ন গাড়ি চলাচল করতে দেখা যায়।
যেসব মানুষ সরকারি বিধি নিষেধ মানছেন না তাদের বিরুদ্ধে প্রশাসন সঠিক পদক্ষেপ নিচ্ছেন না বলেও অভিযোগ করেন তিনি। সূরজিৎ সেন বলেন, লকডাউন যাতে সঠিকভাবে পালন করা হয় ও সমস্ত বিধি-নিষেধ মেনেই যাতে সবাই পালন করেন তাই তারা পুলিশের দ্বারস্থ হয়েছেন। রাজ্যে বিরোধী দল হিসাবে তারা তাদের কর্তব্য পালন করছেন।
