



#রায়গঞ্জঃ সম্পত্তির লোভে বৌদিকে হত্যার অভিযোগ দেওরের বিরুদ্ধে, ঘটনাকে কেন্দ্র কিরে চাঞ্চল্য ইটাহারের চালুনিয়া গ্রামে। জানাগেছে, এদিন শোয়ার ঘর থেকে ওই মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম থেলানী বর্মন।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মর্গে পাঠিয়েছে।
মৃত মহিলার পরিবারের লোকের অভিযোগ ওই মহিলার দেওর বলদেব বর্মন তার বৌদিকে সম্পত্তির লোভে হামেশাই মারধর করত। গত রাতে মদ্যপ অবস্থায় তার বৌদিকে মারধর করে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ।
