



#রায়গঞ্জঃ বিহার ভোটের আগে রাজনৈতিক ফায়দা তুলতে বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে, এমনই অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে সরব হল উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসে। এদিন একটি বিক্ষোভ মিছিল করা হয় কংগ্রেসের পক্ষ থেকে যেখানে বলা হয় “বাংলার মেয়ে রিয়া চক্রবর্তীর উপর রাজনৈতিক অভিসন্ধি ও প্রতিহিংসামূলক আচরণ বরদাস্ত করা হবে না।”
এই মিছিল জেলা কার্যালয় থেকে ঘড়ি মোড় হয়ে শহরের সদর এলাকা পরিক্রমা করে। এই ব্যাপারে জেলা কংগ্রেস সভাপতি ও রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত জানান, “রিয়া চক্রবর্তী বাংলার মেয়ে।বিজেপি ইচ্ছাকৃত ভাবে ওকে ফাঁসিয়েছে এবং বাঙালি বিদ্বেষ আচরণ করছে যা কখনই বরদাস্ত করা যায় না।”
