



#হেমতাবাদঃ হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি মোড় এলাকায় হারিয়ে যাওয়া এক ব্যক্তির মোবাইল ফেরাল হেমতাবাদ থানার পুলিশ। জানাগেছে, শুক্রবার হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি এলাকার বাসিন্দা ওই ব্যক্তির দামি মোবাইল ফোন হারিয়ে যায়। এরপর হেমতাবাদ থানায় জানানো হলে পুলিশ বাঙালবাড়ি মোড় এলাকা থেকে হারিয়ে যাওয়া মোবাইল টি খুজে পায়। এরপর পুলিশের পক্ষ থেকে ওই ব্যক্তির হাতে মোবাইল টি তুলে দেওয়া হয়। হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পেয়ে পুলিশের কাজে খুশি ওই ব্যক্তি।
