News Britant

প্রায় ৫ মাস বন্ধ থাকার পর দর্শনার্থীদের জন্যে খুলে যাচ্ছে শিলিগুড়ির ইস্কন মন্দিরের দরজা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#শিলিগুড়ি: বর্তমান আনলক ৪এ আজ থেকে সকল দর্শনার্থীদের জন্যে আবার শিলিগুড়ির ইস্কন মন্দির খুলে দেওয়া হচ্ছে প্রায় দীর্ঘ ৫ মাস বন্ধ থাকার পর। ইস্কন শিলিগুড়ির যোগাযোগ আধিকারিক শ্রী নামকৃষ্ণ দাস মহাশয় এই খবর নিউজ বৃত্তান্ত কে জানান। তবে তিনি আরো জানান ইস্কন মন্দির খোলার সাথে দর্শনার্থীদের জন্যে থাকছে কিছু শর্তাবলী। এর মধ্যে থাকছে করোনার নিয়মাবলী পালন, যেমন মাক্স পড়তে হবে, গেটে থার্মাল স্ক্যানিং করাতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে এবং একটা নির্দিষ্ট ব্যারিকেডের রাস্তা দিয়ে যেতে হবে মন্দির এবং বিগ্রহ দর্শনের জন্যে।

যেটা বারণ থাকবে সেটা হল ইস্কন মন্দিরের বাইরে দর্শনার্থীদের ক্যাম্পাসে ঘোরাঘুরি করার কোন অনুমতি থাকছে না। শ্রী নামকৃষ্ণ দাস আরো জানান যে দর্শনার্থীদের জন্যে মন্দির প্রতিদিন বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শন করার অনুমতি দেওয়া হবে এবং থাকছে পুজো দেওয়ার ব্যাবস্থা। এছারাও দর্শনার্থীদের একসাথে শুধু ১০ থেকে ১৫ জনকে প্রবেশ করার অনুমতি দেওয়া দেওয়া হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে আসতে হবে।

 

News Britant
Author: News Britant

Leave a Comment