



#মালবাজার: নাগরাকাটা ব্লকের চেংমারি হাইস্কুলের মিডডে মিলের চাল চুরির দুইদিনের মাথায় অভিযুক্তদের গ্রেফতার করে পাচ বস্তা চাল উদ্ধার করল নাগরাকাটা থানার পুলিশ। থানার ওসি সঞ্জু বর্মন জানিয়েছেন গত ১০ তারিখ ঐ হাইস্কুল থেকে পাচবস্তা মিডডে মিলের চাল চুরি হয়। স্কুল থেকে থানায় জানায়। পরের দিন ১১ সেপ্টেম্বর তিন অভিযুক্তকে গ্রেফতার করে ১২তারিখ কোর্টে চালান করা হয়।
তবে তাদের মধ্যে মুল পান্ডা শিবনাথ তিরকিকে পাচদিনের জন্য রিমাইন্ডে আনা হয়। এনে তাকে জিজ্ঞাসাবাদ করে রবিবার রাতেই পাচ বস্তা চাল উদ্ধার করা হয়। সোমবার ওই অভিযুক্তকে ফের কোর্টে চালান করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, ওই হাই স্কুলে পড়ুয়াদের মিড ডে মিলের জন্য চাল রাখা ছিল। সেখানে থেকে অভিযুক্তরা ৫ বস্তা চাল চুরি করে।
