



#রায়গঞ্জঃ করোনা আবহেই রায়গঞ্জের বিপ্লবী ক্লাবের খুঁটিপুজো সম্পন্ন হল সোমবার। রায়গঞ্জে ঐতিহ্যবাহী ক্লাব বিপ্লবী ক্লাবের দুর্গাপুজো ৫২ তম বর্ষে পা দিতে চলেছে। তবে এবারের পুজোর আলোকসজ্জা থেকে প্যান্ডেল সবকিছুতেই তেমন কোনো বিশেষত্ব থাকবে না বলে জানিয়েছেন এই পুজোর প্রধান উদ্যোক্তা ও কাউন্সিলর তপন দাস।
তিনি বলেন, “ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষের সহযোগীতায় এবারের পুজো সম্পন্ন হবে।এছাড়া দর্শনার্থীদের কোভিডের সমস্ত নিয়মাবলী পালন করতে হবে” এই খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন কাউন্সিলার কল্পিতা মজুমদার, কাউন্সিলার অনিরুদ্ধ সাহা, পঞ্চায়েত সদস্য বাবন দাস সহ অন্যান্যরা।
