News Britant

করোনা আবহে অনলাইনে আগমনী বৈঠক করবে হেমতাবাদ সাংস্কৃতিক মঞ্চ

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#হেমতাবাদঃ করোনা আবহে উৎসব প্রিয় বাঙালির মধ্যে তৈরি হয়েছে দূরত্ব। সরকারী নির্দেশ মেনে শারীরিক দূরত্ব তৈরি হলেও হৃদয়ের টান ঠিক একই রয়ে গেছে। শরৎএর কাশফুল দোলা দিতেই করোনার রক্তচক্ষুকে উপেক্ষা করে বাঙালি প্রস্তুত হচ্ছে শারদ উৎসবের জন্য।

স্বাস্থ্য বিধি মেনে হেমতাবাদ সাংস্কৃতিক মঞ্চ মহালয়ার দিন দিনভর আয়োজন করতে চলেছে অনলাইনে বিভিন্ন অনুষ্ঠানের। ইতিমধ্যে সাংস্কৃতিক মঞ্চের ২৫ জন তরুণ সদস্য সদস্যারা নাচ, গান, শ্রুতি নাটক, আবৃত্তি সহ বিভিন্ন অনুষ্ঠানের দৃশ্য ক্যামেরা বন্দি করার কাজ শুরু করেছে মহালয়ার দিন সকাল থেকেই। সাংস্কৃতিক মঞ্চের ফেসবুক পেজে তা প্রকাশও করা হবে।

হেমতাবাদ সাংস্কৃতিক মঞ্চের সম্পাদক মিহির দাসগুপ্ত ও সহ সম্পাদক পবিত্র চক্রবর্তী জানিয়েছেন, করোনা আবহে সরকারি নির্দেশে ঘরবন্দি থাকলেন সাংস্কৃতিক মঞ্চের সদস্য সদস্যারা বিভিন্ন অনুষ্ঠান উদযাপন করেছেন সোশ্যাল নেটওয়ার্কে। মহালয়া উপলক্ষে আগমনী বৈঠকের আয়োজন করা হয়েছে, যার প্রস্তুতি চলছে। মহালয়ার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ভিডিওগুলি প্রকাশ করা হবে।

 

News Britant
Author: News Britant

Leave a Comment