News Britant

বাজার করে ফেরার পথে পাহাড়ি খাদে পিকআপ ভ্যান,মৃত ২

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

মালবাজার: সোমবার রাতে কালিম্পং জেলার গরুবাথান ব্লকের মাঞ্জিং এলাকায় পিকআপ ভ্যান দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সম্ভবত রাত থেকে এক টানা বৃষ্টির কারনে পাহাড়ি রাস্তায় এই সড়ক দুর্ঘটনার কবলে পরে পিকাপ ভ্যানটি।
জানা গিয়েছে, গতকাল রাতে গরুবাথান হাট  থেকে  বাজার করে ওই পিকআপ ভ্যানে করে ফিরছিলো।    মাঞ্জিং থেকে পুবুং যাবার সময় পিকআপ ভ্যানটি দুর্ঘটনা গ্রস্ত হয়ে পাহাড়ের রাস্তা থেকে নীচে জঙ্গলে্র খাদে পড়ে যায়। আর ওই পিক আপ ভ্যানের নিচে চাপা পরে যায় গাড়ি থাকা এক কিশোর।
খবর পাওয়া মাত্র স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে গরুবাথান হাসপাতালে নিয়ে আসেন ৷ সেখানেই মৃত্যু হয় আরিয়ন তামাং নামের ওই কিশোরের । মৃতের বাড়ি পুবুং এলাকায় বলে জানা গিয়েছে । খবর পেয়ে ঘটনা স্থলে যায় গরুবাথান থানার পুলিশ। রাতেই অন্য আরও এক জন আহত ব্যাক্তিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানেই মৃত্যু হয় ওই ব্যাক্তির ।
নাম সত্যান ছেত্রী বলে জানা গেছে।  দুটি মৃত দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। গরুবাথান থানার পুলিশ পিক আপ ভ্যানের চালককে গ্রেপ্তার করে এক মামলা দায়ের করেছে। এই দুর্ঘটনায় কয়েক জন জখম হয় বলে জানাগিয়েছে ।
News Britant
Author: News Britant

Leave a Comment