




জানা গিয়েছে, গতকাল রাতে গরুবাথান হাট থেকে বাজার করে ওই পিকআপ ভ্যানে করে ফিরছিলো। মাঞ্জিং থেকে পুবুং যাবার সময় পিকআপ ভ্যানটি দুর্ঘটনা গ্রস্ত হয়ে পাহাড়ের রাস্তা থেকে নীচে জঙ্গলে্র খাদে পড়ে যায়। আর ওই পিক আপ ভ্যানের নিচে চাপা পরে যায় গাড়ি থাকা এক কিশোর।

খবর পাওয়া মাত্র স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে গরুবাথান হাসপাতালে নিয়ে আসেন ৷ সেখানেই মৃত্যু হয় আরিয়ন তামাং নামের ওই কিশোরের । মৃতের বাড়ি পুবুং এলাকায় বলে জানা গিয়েছে । খবর পেয়ে ঘটনা স্থলে যায় গরুবাথান থানার পুলিশ। রাতেই অন্য আরও এক জন আহত ব্যাক্তিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানেই মৃত্যু হয় ওই ব্যাক্তির ।

নাম সত্যান ছেত্রী বলে জানা গেছে। দুটি মৃত দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। গরুবাথান থানার পুলিশ পিক আপ ভ্যানের চালককে গ্রেপ্তার করে এক মামলা দায়ের করেছে। এই দুর্ঘটনায় কয়েক জন জখম হয় বলে জানাগিয়েছে ।





