



নিউজ বৃত্তান্তঃ আমেরিকা থেকে বিশেষ ভিআইপি সুরক্ষিত বিমান বোয়িং-৭৭৭ ইআর মডেলের এয়ার ইন্ডিয়া ওয়ান বিমান আসছে ভারতে। এই বিমান আনতে আমেরিকায় পৌঁছেও গিয়েছেন ভারতীয় বায়ুসেনা, এয়ার ইন্ডিয়া এবং কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনীর উচ্চপদস্থ অফিসাররা৷ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির মত ভিআইপি ব্যক্তিরা এই বিমান পরিষেবা পাবেন।
এয়ার ইন্ডিয়া ওয়ান নামের এই বিমানে অত্যাধুনিক সুরক্ষাসহ বিমানটির মাধ্যমে মাঝ-আকাশ থেকেও নিরবিচ্ছিন্ন অডিও ও ভিডিও যোগাযোগ স্থাপন করা সম্ভব। পাশাপাশি, এই বিমানের নেটওয়ার্ককে হ্যাক করা সম্ভব নয় বলেই জানা গিয়েছে। এই বিমান থেকে অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে গোটা দুনিয়ার সঙ্গে কথা বলা যাবে।প্রথমে চলতি মাসে একটি বিমান হাতে পেলেও পরের মাসে আরও একটি বিমান চলে আসবে। এই দুটি বিমানের জন্য খরচ হয়েছে ৮,৪৫৮ কোটি টাকা।
