



#রায়গঞ্জঃ আজ ১৫ সেপ্টেম্বর ইঞ্জিনিয়ার্স ডে।মোকসাগুন্ডাম বিশ্বসারারিয়া’র জন্মদিন উপলক্ষ্যে সারা ভারতবর্ষে এই দিনটিকে ইঞ্জিনিয়ার্স ডে হিসেবে পালন করা হয়। সেইমত বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে রায়গঞ্জে ইঞ্জিনিয়ার্স ডে পালন করলো প্রোগ্রেসিভ ইনাউটেড ইঞ্জিয়ার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার বৃক্ষরোপণ কর্মসূচীর মধ্যে দিয়ে এই এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
এরপর রায়গঞ্জের একটি অনাথ আশ্রমের শিশুদের দুপুরের খাওয়াদাওয়ার ব্যবস্থা ও উপহার প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য দেবাশীষ কুন্ডু, দীপঙ্কর সোম, ধীমান আচার্য, অসীম সাহা, সমীর সরকার, পিয়ালী বর্মন, সোনাম আগরওয়াল, রাজু পাল, অলোক বর্মন, প্রদীপ মন্ডল, বাচ্চু সেনাপতি ও ওয়াসীম আক্রাম।
