



#কলকাতাঃ দলে হিন্দি সেলের প্রয়োজনীয়তা রয়েছে। মঙ্গলবার বেহালায় এইকথা জানান তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। আর দলের হিন্দি সেল প্রথম গঠন হয়নি। আগেও হিন্দি সেল ছিল। বর্তমানে তা পুনরগঠন হয়েছে মাত্র। রাজ্যে অনেক ভাষার মানুষ বাস করে। সবার সুবিধে দেখাটা আমাদের কর্তব্য। তাই হিন্দি সেল গঠন করা হয়েছে। সংবিধানেও সংরক্ষণ রয়েছে। প্রয়োজনীতা রয়েছে বলে সংরক্ষণ হয়েছে। তৃণমূল বিভেদের রাজনীতি করেনা। মানুষের রাজনীতি করে। তাই তৃণমূল মানুষের সুবিধায় সবরকম পদক্ষেপ করে বলে জানান পার্থ চট্টোপাধ্যায়।
