



#রায়গঞ্জঃ স্থগিত শিক্ষক দিবসের অনুষ্ঠান পুনরায় পালিত হল আজ রায়গঞ্জের কংগ্রেস কার্যালয়ে। ৫ ই সেপ্টেম্বর ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে রাষ্ট্রীয় শোক থাকায় শিক্ষক দিবসের অনুষ্ঠান স্থগিত রেখেছিলেন রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত। সেই অনুষ্ঠান আজ পালিত হল। ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের ছবিতে এদিন ফুল দিয়ে শ্রদ্ধা জানান রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের পবিত্র চন্দ।
এছাড়া এই অনুষ্ঠানে রায়গঞ্জের বিশিষ্ট ডাক্তার সুদেব সাহা সহ ১৬ জন অবসর প্রাক্তন শিক্ষক ও শিক্ষাকর্মীদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি ডাব্লবিসিএস উত্তীর্ন রুপা গুপ্তাকে সংবর্ধনা দেওয়া হয়। মোহিত সেনগুপ্ত বলেন, “প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে রাষ্ট্রীয় শোক থাকায় আমাদের শিক্ষক দিবসের অনুষ্ঠান পিছিয়ে আজ ১৫ সেপ্টেম্বর করা হয়। আমরা এদিন প্রাক্তন শিক্ষক ও শিক্ষাকর্মীদের পাশাপাশি প্রাক্তন খেলোয়াড়, চিকিৎসক, গৃহবধূ রুপা গুপ্তা এবং রাজকুমার রায় হত্যা বিচার চাই মঞ্চের সদস্যসের সংবর্ধনা দিলাম।”
