News Britant

এলাকার পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন দাবিকে সামনে রেখে বিডিও কে স্মারকলিপি ব্লক কংগ্রেস কমিটির

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: এলাকার পরিযায়ী শ্রমিকদের দুর্দশার কথা বিচার করে তাদের আর্থিক সাহায্যের দাবিকে সামনে রেখে বিডিও কে স্মারকলিপি দিলেন গোয়ালপুকুর এক ব্লক কংগ্রেস কমিটি। বুধবার এই স্মারকলিপি দিতে এসে সংগঠনের সভাপতি কমরুল হুদা বলেন, লক্ষ লক্ষ শ্রমিকদের আর্থিক সাহায্যের দাবিতে ক্রমাগত চাপ সৃষ্টির পর কেন্দ্রীয় সরকার সারাদেশে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা অভিযান নামে একটি প্রকল্প চালু করেছেন। ওই প্রকল্পে পরিযায়ী শ্রমিকদের জন্য পঞ্চাশ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

ওই প্রকল্পের জন্য দেশের একশো ষোলটা জেলার নাম নথিভূক্ত হলেও পশ্চিমবঙ্গের একটি জেলার নামও নেই সেখানে। অথচ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিবৃতি দিয়েছেন রাজ্যের এগার লাখ শ্রমিক রয়েছে যারা পরিযায়ী। অথচ তিনি একটিও জেলার নাম পাঠাননি কেন্দ্রে। অবিলম্বে গোয়ালপোখর এক ব্লকে কতজন শ্রমিক এসেছে তা জানাতে হবে। পাশাপাশি রাজ্যের সমস্ত ব্লকের শ্রমিকদের নামের তালিকা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠাতে হবে ওই যোজনার সুবিধা পাইয়ে দেবার জন্য। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

 

News Britant
Author: News Britant

2 thoughts on “এলাকার পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন দাবিকে সামনে রেখে বিডিও কে স্মারকলিপি ব্লক কংগ্রেস কমিটির”

Leave a Comment

%d bloggers like this: