



#রায়গঞ্জঃ জেলার পরিযায়ী শ্রমিকদের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অভিযান যোজনার অন্তর্ভুক্ত করার জন্য বুধবার রায়গঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিককে স্মারকলিপি জমা দিলেন রায়গঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি লিয়াকত আলি।করোনার কারনে বহু পরিযায়ী শ্রমিক জেলায় প্রবেশ করে কিন্তু তারা কেউই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অভিযান যোজনা অন্তভুক্ত হয়নি বলে অভিযোগ কংগ্রেসের। মুখ্যমন্ত্রী নিজে ১১ লক্ষ পরিযায়ী শ্রমিকের রাজ্যে ফেরার কথা বললেও তাদের জন্য কোনো ব্যবস্থা করেনি রাজ্য সরকার।
অন্যদিকে ভারতীয় জাতীয় কংগ্ৰেসের পক্ষ থেকে পরিযায়ী শ্রমিকদের আর্থিক সাহায্যের দাবিতে ক্রমাগত চাপ সৃষ্টির করাই কেন্দ্রীয় সরকার সারা দেশে “প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অভিযান যোজনার” নামে ৫০,০০০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করে বলে দাবি কংগ্রেসের।তাই এদিন এই স্মারকলিপি জমা দেওয়া হয়।রায়গঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি লিয়াকত আলি জানান,”জেলার সমস্ত ব্লক সহকারে সমস্ত পরিযায়ী শ্রমিকদের নাম রাজ্য সরকারের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানোর দাবী জানাচ্ছি যাতে আমাদের জেলার পরিযায়ী শ্রমিকেরা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অভিযান যোজনার অন্তর্ভুক্ত হয় এবং আমাদের জেলার পরিযায়ী শ্রমিক ভাইয়েরা আর্থিক সাহায্য পান।”
এদিন একই কর্মসূচী গ্রহণ করা হয় হেমতাবাদ ব্লকেও।জেলা কংগ্রেসের মিহির দাশগুপ্তও হেমতাবাদের বিডিও পৃথ্বীশ দাসের কাছে স্মারক লিপি তুলে দেন। কংগ্রেস এদিন এই বিষয়ে পদক্ষেপ নেওয়া কথা বলেন এবং কোনো পদক্ষেপ গ্রহণ না করা হলে জেলাজুড়ে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেয়।
