



কলকাতাঃ দেশজুড়ে ৭৪ তম স্বাধীনতা দিবস পালিত হয়েছে। শনিবার দক্ষিণ-পূর্ব রেলের সদর দপ্তর গার্ডেনরিচে সমারহে সঙ্গে পালিত হল স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করলেন দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সঞ্জয় কুমার মহান্তি।
এদিন জেনারেল ম্যানেজার সঞ্জয় কুমার মহান্তি স্বাধীনতা দিবসে রেল রক্ষাবাহিনী, সিভিল ডিফেন্স বর্ণাঢ্য কুচকাওয়াজকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন, করোনা আবহে যাত্রী সুরক্ষা নিরাপত্তা এবং রেল কর্মীদের সদা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
