News Britant

রায়গঞ্জের চৈতালী ক্লাবের খুঁটি পুজো দিয়েই শুরু হল পুজোর প্রস্তুতি

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#রায়গঞ্জঃ অপেক্ষার দিন কমছে ধিরে ধিরে।বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে ক্লাবগুলোতে। বৃহস্পতিবার রায়গঞ্জের চৈতালী ক্লাবেও খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুরু হল এবারের পুজোর প্রস্তুতি। ৫৪ তম বর্ষে পদার্পণ করবে এবারের পুজো। এই খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার উপ-পৌরপতি অরিন্দম সরকার, কাউন্সিলার তপন দাস সহ ক্লাবের সদস্যরা।

এদিন বৃষ্টির মধ্যেই এই খুঁটিপুজো সম্পন্ন হয়। ক্লাবের সদস্য কাজল রাহা জানান, করোনার কারনে এবারের পুজোর বাজেট অনেকটাই কম। তিন থেকে সাড়ে তিন লাখের মধ্যে এবারের পুজো হবে। থিম পুজোর মধ্যে দিয়ে এবারের মন্ডপ তৈরি করা হবে। তবে করোনার কারনে দর্শনার্থীদের জন্য থাকবে স্যানিটাইজার ও মাস্কের ব্যবস্থা। মন্ডপকে ভাইরাস মুক্ত রাখতে স্যানেটাইজ স্প্রে করা হবে।

 

News Britant
Author: News Britant

Leave a Comment