



#ইসলামপুর: আদিবাসী মহল্লায় জমে উঠলো “জাগো দুর্গা” শীর্ষক আগমনী উৎসব। আলচিকি ভাষায় উদ্বোধনী সংগীতে অংশ নেয় এলাকার একদঙ্গল পড়ুয়া। নির্দেশনায় নিখিল হাঁসদা।দ্বৈত নৃত্যে জগতগাঁও থেকে নৃত্য মঞ্জরী সংস্থার দুই নৃত্য শিল্পী দ্রৌপদী সিংহ ও সংগীতা সিংহ অংশ নেন। এরপর আগমনী পর্বকে নৃত্যের তালে উপস্থাপন করেন। একক নৃত্যে নিবেদিতার পরিবেশন ছিল খুব সুন্দর। একক সংগীতে ছিলেন অর্পিতা দত্ত।আবৃত্তি পরিবেশন করেন সম্পা শেঠ। একক সঙ্গীতে সর্বানী সোরেনের পরিবেশনা খুব সুন্দর।
রিঙ্কু বৈদ্যর লেখা কবিতা আবৃত্তিতে নীলিমা কিস্কু।অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনী কবিতা আবৃত্তি করেন রিঙ্কু বৈদ্য দেবনাথ। মালতি মার্ডীর নির্দেশনায় সমবেত আদিবাসী নৃত্য অনুষ্ঠানের অন্য মাত্রা এনে দেয়। পড়ুয়াদের নিয়ে রিঙ্কু বৈদ্যর নির্দেশনায় “জাগো দুর্গা”নৃত্য নাট্য অসাধারণ। আয়োজক সংস্থার সম্পাদক স্বরূপানন্দ বৈদ্য জানান, পিছিয়ে পড়া এলাকার পড়ুয়াদের ক্রীড়া ও সংস্কৃতি চর্চার মাধ্যমে সমাজের মূল স্রোতে নিয়ে আসতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকর্মী মুকুন্দ ব্যাপারী, রঞ্জিত দাস,রাধেশ্যাম দে সরকার প্রমুখ।
