



#নিউজ বৃত্তান্তঃ ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের মৃত্যু। প্রাথমিক ভাবে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে মনে করা হলেও তার মৃত্যুর কারন নিয়ে ধোঁয়াশা থাকছে। কী কারনে মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখবে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগ। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে। যদিও পরিবার সূত্রে দাবি, রাতের খাবার খাওয়ার পর আর পরিবারের সাথে যোগাযোগ হয়নি তার।
ফোন করা হলেও যোগাযোগ করা যায়নি। তারপরই বৃহস্পতিবার সাড়ে ১১ টা নাগাদ ব্রড স্ট্রিটে তার বাড়ির শৌচাগার থেকে উদ্ধার হয় দেহ। টলিউডের খুব পরিচিত ফ্যাশন ডিজাইনার ছিলেন তিনি। তার হাত ধরেই রঙিন ধুতির চল আসে।
