



#ইসলামপুর: জলের তোড়ে ভেসে যাচ্ছে ফসল।তলিয়ে যাচ্ছে কৃষিজমি। মাথায় হাত একাধিক চাষীদের। এমনই ছবি দেখা যাবে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের অন্তর্গত হাঁসখালি এলাকায়। একটানা বৃষ্টির জেরে জমির উপর দিয়ে বইছে জলস্রোত ।ফলে বেশ কয়েকদিন ধরে ধান ও আনারস সহ বিভিন্ন প্রকার ফসল কার্যত জলের তলায়।কয়েক বিঘা কৃষি জমির ফসল হারিয়ে দিশেহারা এলাকার একাধিক চাষী।
এলাকার কৃষক হারুন রশিদ জানান, তাদের কৃষি জমি সংলগ্ন এলাকা দিয়েই বয়ে গিয়েছে ডোক ও বেরং নদী সহ বেশকিছু নালা। সেখানকার জল তাদের জমির উপর দিয়ে যাওয়ার জন্যই এই সমস্যার সৃষ্টি হয়েছে। ফসল হারিয়ে ক্ষয় ক্ষতির মুখে একাধিক কৃষক। কার্যত তাদের মুখে এখন চিন্তার ভাঁজ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নিয়ে এলেও এখনো পর্যন্ত প্রশাসনিকভাবে এ বিষয়ে আদৌ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।
