News Britant

মহল্লা পাড়া থেকে উদ্ধার অসমের এক যুবতী

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: অসম থেকে অপহৃত এক যুবতী উদ্ধার হল মহল্লা পাড়া থেকে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গোয়াল পোখর থানার পান্জিপারার মহল্লা পাড়া থেকে ওই যুবতীকে উদ্ধার করে পুলিশ। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কর জানিয়েছেন, অসমের ধুবড়ি তে বাড়ি ওই যুবতীর। সম্প্রতি তাকে সেখান থেকে প্রেম ভালোবাসার কথা বলে নিয়ে এসে  এখানে তুলে দেয়।

এরপর গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ ওই যুবতীকে উদ্ধার করে। খবর দেওয়া হয় তার বাড়িতে এবং অসম পুলিশ কে। প্রায় দশদিন আগের এই ঘটনা। বৃহস্পতিবার অসম পুলিশ ইসলামপুরে এলে তাদের হাতে ওই যুবতীকে তুলে দেওয়া হয়। পলাতক ওই যুবক। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

News Britant
Author: News Britant

Leave a Comment