



#কলকাতাঃ আজ ভারতী ঘোষকে ভবানী ভবনে ডাকা হয়। ভবানী ভবনে ঢোকবার আগে তিন বলেন, আমার নামে আলিপুরদুয়ারে ৪ মার্চ ২০১৯ এর একটা কেস করা হয়। ১৮ মাস হয়ে গেছে কখনো ডাকা হয়নি। যত বিধানসভা ভোট আসছে আর আমাকে ডাকার পরিমান বাড়ছে। এই কোভিডের এর মধ্যে ফোনের মাধ্যমে কথা বলা যেত। বারবার করোনার মধ্যে ডাকা হচ্ছে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত রক্ত মাখা হাত। জঙ্গল মহলে প্রচুর মানুষকে মারা হচ্ছে, মিথ্যে কেসে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। এর হিসাব ভগবান নেবে।
