



#রায়গঞ্জঃ করোনার প্রভাবে ব্লাড ব্যাঙ্ক জুড়ে রক্তের সংকট। আর এই রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো সিপিআইএম-এর রায়গঞ্জ শহর এরিয়া কমিটি। সিপিআইএম নেতা প্রয়াত অনিরুদ্ধ ভৌমিকের স্মরণে এদিন রায়গঞ্জের ইনস্টিটিউটে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সিপিআইএম নেতা কার্তিক দাস জানান, করোনা আবহে ব্লাড ব্যাঙ্ক জুড়ে রক্তের ঘাটতি আর এই ঘাটতি মেটাতে আমাদের এই রক্ত দান শিবির।
সিপিআইএম যুব ছাত্র আন্দোলনের নেতা অনিরুদ্ধ ভৌমিকের স্মরণে আমাদের এই রক্তদান শিবির। আমরা চাই এই শিবিরের মধ্যে দিয়ে মুমূর্ষ রোগীদের যাতে রক্তের প্রয়োজন মেটে। এদিন তিনটে ক্যাম্প মিলিয়ে ১৫০ জন রক্তদাতা রক্তদান করে বলে জানা গেছে।
