



#নিউজ বৃত্তান্তঃ করোনার প্রভাব এবার আইপিএল-এ। আইপিএল ২০২০ ভারত ছেড়ে পৌঁছে গেছে আমিরশাহিতে। তবে আমিরশাহিতে চিয়ারলিডার্সহীন আইপিএল হতে চলেছে এবার।করোনার কারনে বিশ্ব জুড়ে যে মারাত্মক ভয়াবহতা দেখা দিয়েছে সেই কারনেই বিসিসিআই-এর এমন সিদ্ধান্ত। ফ্র্যাঞ্চাইজিগুলো এবিষয়ে সহমত জানিয়েছে।
এছাড়া ২০২০ আইপিএলে থাকছে না কোনো উদ্বোধনী অনুষ্ঠান। দর্শকশূন্য থাকছে এবারের স্টেডিয়াম। যা একপ্রকার নিরাশ করবে প্লেয়ার থেকে ক্রিকেটপ্রেমীদের। এখন দেখার বিষয় আগামীকাল থেকে শুরু হতে চলা এই মরশুমের আইপিএল কিভাবে তার ছন্দ টিকিয়ে রাখে।
