



#কলকাতাঃ রাজ্য জঙ্গিদের আতুড় ঘরে পরিনত হয়েছে। মুর্শিদাবাদে ছয় জঙ্গি এনআইএ-র হাতে ধরা পড়ার পর এইকথা জানালেন রাহুল সিনহা। উল্লেখ্য মুর্শিদাবাদ থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আলকায়েদার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে। দিল্লিতে হামলা চালানোর পরিকল্পনা করছিল ধৃতরা। সেইপ্রসঙ্গে শনিবার কলকাতায় রাহুল সিনহা বলেন নানা জায়গা থেকে রাজ্যে উগ্রপন্থীরা রাজ্যে আসছে। আর এরাজ্যকে নিরাপদ মনে করে নাশকতার মাষ্টার প্ল্যান করছে।
ভোট ব্যাঙ্কের কথা মাথায় রাখতে গিয়েই উগ্রপন্থীদের বিরুদ্ধে রাজ্য ব্যবস্থা নিতে পারেনি বলে অভিযোগ করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক। তার আরও অভিযোগ বাংলাদেশ সীমান্ত উগ্রবাদীদের নতুন জায়গা হয়ে উঠেছে। বাংলাদেশ সিমান্তে কাঁটাতার দেবার জন্য কেন্দ্র রাজ্যের কাছে অনেকবার জমি চেয়েছে। কিন্তু রাজ্য সরকার জমি দেয়নি বলে অভিযোগ রাহুল সিনহার।
